গাজায় আমদানি বন্ধ করে দিয়েছে ইসরাইল

প্রকাশ | ২৪ আগস্ট ২০২০, ২০:২৬

অনলাইন ডেস্ক

গাজায় ফিস্তিনিদের জন্য সব ধরনের আমদানি বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল।

রবিবার (২৩ আগস্ট) ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, শুধুমাত্র খাদ্য ও মেডিকেল সরঞ্জামাদি ছাড়া অন্যসব আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সিকে এক কর্মকর্তা জানিয়েছেন, সব বেসরকারি খাত সংস্থাগুলোকে খাদ্য ও ওষুধ বাদে সব প্রকার পণ্য এবং পণ্য প্রবেশ বন্ধে ইসরাইলি সিদ্ধান্তের বিষয়টি অবহিত করা হয়েছে।

তবে এ বিষয়ে ইসরাইলি সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বেলুন বোমা হামলার অজুহাতে গত সপ্তাহ থেকে গাজায় জ্বালানি বন্ধ আমদানি বন্ধ করে দিয়েছে ইসরাইল। এর আগে গাজায় মৎস্য কেন্দ্র বন্ধ করে দেয় ইহুদিবাদী দেশটি। এ ছাড়া এক সপ্তাহের বেশি সময় ধরে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

সূত্র: আনাদলু