কাবুলের কূটনৈতিক পাড়ায় একের পর এক রকেট হামলা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২০, ২৩:৫৬

সাহস ডেস্ক

স্বাধীনতা দিবসকে সামনে রেখে আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় একের পর এক রকেট হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার পরপরই কয়েকটি দেশের কূটনৈতিক দফতর লকডাউন করে দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, ‘একটি দুটি যান থেকে ১৪টি রকেট নিক্ষেপ করা হয়। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘বেশিরভাগ রকেট বেসামরিক নাগরিকদের বাড়িতে আঘাত করেছে।’

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পরপরই ওই এলাকায় লকডাউন জারি করা হয়। এছাড়া বিভিন্ন দূতাবাসের কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিনই কয়েক দফা রকেট হামলা চালানো হলো। এদিকে, ১৯ বছরের যুদ্ধ-সংঘাতের অবসান ঘটাতে শান্তিচুক্তির অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে দেশটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত