তালেবানের সঙ্গে মধ্যস্থতাকারী নারী হামলায় আহত

প্রকাশ : ১৬ আগস্ট ২০২০, ১৮:৪৩

সাহস ডেস্ক

তালেবানের সঙ্গে মধ্যস্থতায় আলোচনায় অংশ নেয়া আফগান প্রতিনিধি দলের নারী সদস্য ফৌজিয়া কুফি বন্দুকধারীর হামলায় আহত হয়েছেন।

শুক্রবার বিকালে পারওয়ান প্রদেশ থেকে ফেরার পথে কাবুলের কাছে এ হামলা হয় বলে বিবিসি জানিয়েছে।

ফৌজিয়া কুফির ওপর হামলাকে মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ ‘কাপুরুষোচিত এবং অপরাধমূলক’ মন্তব্য করে বলেছেন, আফগান শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করতে এই হামলা চালানো হয়েছে।

ফৌজিয়া গুরুতর আহত না হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে একটি বৈঠক শেষ করে বোনের সঙ্গে ফেরার সময় এ হামলার শিকার হন। গুরুতর আহত না হলেও তার ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে।

তবে এই হামলার দায় অস্বীকার করেছে তালেবান। তাদের দাবি, উভয়পক্ষই যেহেতু আলোচনার জন্য প্রস্তুত হয়েছিল সেই কারণে এমন হামলার প্রশ্ন ওঠে না।

শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়া সব পক্ষকে ফৌজিয়ার ওপর হামলার ঘটনার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত