আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন নেই: লেবানন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ১৮:২৩

সাহস ডেস্ক

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের আইন ও বিচারমন্ত্রী মেরি ক্লড নাজেম বলেছেন, ‘সম্প্রতি বৈরুত বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন নেই। এ ব্যাপারে তদন্ত করার জন্য লেবাননের বিচার বিভাগই যথেষ্ট।

আলজাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন লেবাননের আইন ও বিচারমন্ত্রী মেরি ক্লড নাজেম।

মন্ত্রী বলেন, ‘গত ৪ আগস্টের বিস্ফোরণ লেবাননের বিচার বিভাগের সক্ষমতার প্রমাণের জন্য একটি সুযোগ এবং এতে তারা জনগণের সমর্থন লাভ করবে।’

তিনি বলেন, ‘জনগণের চাপ ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের কারণে তদন্ত সঠিকভাবেই এগিয়ে যাবে।’

আন্তর্জাতিক তদন্তের বিষয়টি নাকচ করে তিনি বলেন, ‘আমি সবসময় লেবাননের বিচার বিভাগের ওপর আস্থা রাখতে চাই এবং আমি চাই না দেশে কিছু হলেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারস্থ হতে।’

মেরি ক্লড নাজেম আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞ ব্যবহার করতে পারি; কিন্তু তাদের তদন্ত আমি চাই না।’

গত ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত ও ৬ হাজারের বেশি আহত হয়েছেন। এ ঘটনায় ফ্রান্স আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। লেবানন একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং লেবাননে বহু ফরাসি নাগরিকের বসবাস রয়েছে।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত