গাজার প্রবেশদ্বারটি বন্ধ করে দিয়েছে ইসরাইল

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ১৯:২০

অনলাইন ডেস্ক

ইহুদিবাদী দেশটির হামলার জবাবে ইসরাইল সীমান্তে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের আগুনে বেলুন হামলার ঘটনা বেড়ে যাওয়ায় গাজায় প্রধান প্রবেশদ্বারটি বন্ধ করে দিয়েছে ইসরাইল।

মঙ্গলবার (১১ আগস্ট) গাজার প্রবেশদ্বার বন্ধ করে দিলো ইসরাইল।

ইসরাইলের দাবি, সম্প্রতি গাজা থেকে ৩০টির বেশি আগুনে বেলুন ইসরাইল সীমান্তে উড়ানো হয়, যা তাদের বেশ কয়েকটি খামারের শস্য ধ্বংস করেছে।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইল-মিসর সীমান্তের কাছে কেরেম শালোম ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের এবং তাদের পণ্য আনা-নেয়া বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র: আরব নিউজ