ইরাকে মার্কিন সামরিক বহরে আল-কাফের হামলা

প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ১৮:৫৮

সাহস ডেস্ক

ইরাকে মার্কিন সামরিক বহরে হামলা চালিয়েছে সশস্ত্র শিয়া সংগঠন আশাব আল-কাফ। ইরাক ও কুয়েত দুই দেশই এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে ওই হামলার দায় স্বীকার করে ১১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে শিয়া ওই সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টার দিকে জারাইসচান এলাকায় ইরাক-কুয়েত সীমান্তে মার্কিন বহরে বোমা হামলা চালায় আশাব আল-কাফ।

সামরিক বহরটি মার্কিন বাহিনীর রসদ সরবরাহ করছিল বলে জানা গেছে। তবে এতে কতজন হতাহত হয়েছেন, এ ব্যাপারে কিছুই জানায়নি ইরাকে অবস্থান করা মার্কিন সামরিক জোট।

এ হামলার জন্য নবগঠিত ইরাকের সশস্ত্র শিয়া সংগঠন আশাব আল কাফকে দায়ী করেছে মার্কিন বাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) এক বিবৃতিতে তারা বলেছে, এ বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন জোট।

সূত্র: আরব নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত