হিজবুল্লাহ আগুন নিয়ে খেলা করছে: নেতানিয়াহু

প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ০৪:০১

সাহস ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘লেবাননের সশন্ত্র সংগঠন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলা করছে।’

সোমবার (২৭ জুলাই) ইসরাইল-লেবানন সীমান্তে সংঘর্ষের পর নেতানিয়াহু এ হুশিয়ারি উচ্চারণ করেন।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের ভূখণ্ডে ঢুকে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে এ জন্য লেবাননকে চড়া মূল্য দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাৎক্ষণিক কোনো সংঘর্ষে না জড়ালেও খুব শিগগিরই এর দাঁতভাঙা জবাব দেবো।’

তবে, লেবাননের ওই শিয়া সংগঠনটি সীমান্তে সংঘর্ষের জন্য ইসরাইলকেই দায়ী করেছে।

গত ২০ জুলাই সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আলী কামেল মোহসেন জাওয়াদ নামে এক হিজবুল্লাহ নেতাকে হত্যা করে ইসরাইল।
এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সোমবার ইসরাইলে ঢুকে দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালায় হিসবুল্লাহর সশস্ত্র সদস্যরা। এর পর থেকেই সীমান্তে শক্তি বাড়াচ্ছে ইসরাইল।

সূত্র: আরব নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত