হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদ বানানোয় কষ্ট পেয়েছেন পোপ

প্রকাশ : ১২ জুলাই ২০২০, ২০:০৬

সাহস ডেস্ক

ইস্তাম্বুলের ঐতিহাসিক হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরে তুরস্কের নেয়া সিদ্ধান্তে খুবই কষ্ট পেয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, ‘ইস্তাম্বুল নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি সান্তা সোফিয়ার চিন্তা করছি এবং আমি খুবই কষ্ট পেয়েছি।’

রবিবার (১২ জুলাই) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ভক্তদের উদ্দেশে দেয়া সাপ্তাহিক ভাষণে একথা বলেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান এই ধর্মগুরু। এ ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি। এর আগে অমুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও তুরস্কের সরকারের নেয়া সিদ্ধান্তের নিন্দা জানায়।

হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘হায়া সোফিয়ায় প্রথম নামাজ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।’

তুরস্কের ঐতিহাসিক এই স্থাপনা জাদুঘর হিসেবে পরিচিত ছিল। একদিন আগে দেশটির একটি আদালত প্রসিদ্ধ এই স্থাপনার জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরে আদেশ জারি করেন। এরপরই তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এক ডিক্রি জারি করে হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা দেন।

এরদোয়ান বলেন, ‘প্রায় দেড় হাজার বছরের পুরনো হায়া সোফিয়া মুসলিম, খ্রিস্টান এবং বিদেশিদের জন্য উন্মুক্ত থাকবে। যা এক সময় খ্রিস্টানদের ধর্মাবলম্বীদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো।’

তিনি আরও বলেন, ‘হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরে তুরস্ক সার্বভৌম অধিকারের চর্চা করেছে।’

ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্ত বাতিল করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতাদের ইস্তাম্বুলভিত্তিক বৈশ্বিক সংগঠন প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ তুরস্কের এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে মন্তব্য করেছে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত