ইতালি প্রবেশের অনুমতি পেলেন বাংলাদেশিসহ ১৮০ অভিবাসন প্রত্যাশী

প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ১৩:২৩

সাহস ডেস্ক

ভূমধ্যসাগর থেকে ১৮০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের পর আটকে থাকা চ্যারিটি জাহাজকে অবশেষে তীরে ভেড়ার অনুমতি দিয়েছে ইতালি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। তবে তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, তা উল্লেখ করা হয়নি।

সোমবার (৬ জুলাই) তাদেরকে সিসিলিতে একটি সরকারি জাহাজে স্থানান্তর করে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার কথা রয়েছে।

সম্প্রতি লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি প্রবেশের সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হয় ওই ১৮০ অভিবাসনপ্রত্যাশী। এখন তাদের ইতালির শহর সিসিলিতে নেওয়া হচ্ছে। যেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করবেন তারা। করোনা পরীক্ষার জন্য তাঁদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ সোমবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার কথা।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইরিত্রিয়া ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের একজন ২৭ বছর বয়সী বাংলাদেশি রবিউল বিবিসিকে বলেন, ‘আমরা অনেক খুশি। দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছি আমরা। লিবিয়া ছিল জাহান্নামের মতো। এখন অন্তত শেষ দেখে নিতে পারবো আমরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত