পাকিস্তানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ২২

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ২০:৪০

সাহস ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ২২ জন মারা গেছেন। এবং আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (০৩ জুলাই) স্থানীয় সময় বিকেলে শেখপুরা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি করাচিগামী শাহ হুসেন এক্সপ্রেসের একটি নিরিবিলি ক্রসিংয়ে ধাক্কা খায় বলে জানিয়েছে স্থানীয়রা।

পাঞ্জাব পুলিশ বলেছে, প্রদেশের শেখুপুরার ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে করাচি-লাহোরগামী যাত্রীবাহী শাহ হুসেন এক্সপ্রেস নামের একটি ট্রেন শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে যাত্রীবাহী বাসটি রেলওয়ে ক্রসিং পেরিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকেই একটি পরিবারের সদস্য ছিলেন। পাকিস্তানে শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান নানকানা সাহেব থেকে ফেরার পথে শেখুপুরার কাছে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ২২ জনের প্রাণহানি ও আরও ৮ জন আহত হয়েছেন।

শেখুপুরা জেলা পুলিশের প্রধান গাজী সালাহউদ্দিন বলেছেন, ‘দুর্ঘটনায় নিহত এবং আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়েছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত