মেক্সিকোয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা

প্রকাশ : ০২ জুলাই ২০২০, ১৩:২৭

সাহস ডেস্ক

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাহুয়াতো রাজ্যে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ নিয়ে এক মাসের মধ্যে ইরাপুয়াতোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দ্বিতীয় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (২ জুলাই) রাজ্যটির পুলিশ জানায়, ইরাপুয়াতো শহরে এ হামলার ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ধারণ করা ছবিগুলো সাংবাদিকদের দেখিয়েছে পুলিশ। তাতে একটি ঘরে উপুড় হয়ে পড়ে থাকা অন্তত ১১টি রক্তাক্ত লাশ ছিল। আহতদের মধ্যে তিন জন সঙ্কটজনক অবস্থায় রয়েছে। ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি নিবন্ধিত ছিল না বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনাকে ‘কাপুরুষোচিত অপরাধ’ বর্ণনা করে ঘটনার তদন্তের জন্য বিশেষ টিম গঠন করার কথা জানিয়েছেন গুয়ানাহুয়াতোর অ্যাটর্নি জেনারেল কার্লোস জামারিপা।

এর আগে ৬ জুন ইরাপুয়াতোর আরেকটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত হয়েছিল।

মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য লড়াইরত অপরাধী গোষ্ঠীগুলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোকে লক্ষ্যস্থল করছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত