ভারতে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড, আক্রান্ত সাড়ে ১৮ হাজার

প্রকাশ : ০১ জুলাই ২০২০, ১৬:১৬

সাহস ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৫০৭ জনের মৃত্যু হয়েছে। আর এটিই ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪১৭ জন। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৯৫৬ জন।

বুধবার (১ জুন) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ লাখ ২০ হাজার ১১৪ জন। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৪৭ হাজার ৯৭৮ জন।

আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ শতাংশই মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা ও কর্নাটকের বাসিন্দা। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ৭ হাজার ৮৫৫ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ হারিয়েছে ২ হাজার ৭৪২ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছে এক হাজার ৮৪৬ জন। অপরদিকে তামিলনাড়ুতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত মারা গেছে ১২০১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত