উপকূলের গ্যাসক্ষেত্র থেকে ইসরাইলকে সরে যাওয়ার হুশিয়ারি লেবাননের

প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৯:২৭

সাহস ডেস্ক

লেবাননের উপকূল অঞ্চল থেকে একটি গ্যাসক্ষেত্রের কাছে ইসরাইল তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চালানোর ব্যাপারে লাইসেন্স ইস্যু করার একদিন পর হুশিয়ার করে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ‘আরব এ দেশটির উপকূলে কাউকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ দেবে না বৈরুত।’

২৯ জুন (সোমবার) দেশটির উপকূল অঞ্চল থেকে তেল এবং গ্যাস উত্তোলনের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে হুশিয়ার করে একথা বলেন মিশেল আউন।

প্রেসিডেন্ট আউন আরও বলেন, ‘ইসরাইল যদি ওই এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের চেষ্টা করে তাহলে পরিস্থিতি জটিল হবে।’ আগামী এক মাসের মধ্যে ওই এলাকায় লেবানন তেল এবং গ্যাস উত্তোলন শুরু করবে বলেও জানান তিনি।

২০০৬ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধের পর ১৭০১ নম্বর প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি করে।

সম্প্রতি লেবানন ও ইসরাইলের মধ্যে সীমান্তে দেয়াল নির্মাণ, হিজবুল্লাহর অবস্থান ও ভূমধ্যসাগরে তেল-গ্যাসের ব্লক নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

সূত্র: ইরনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত