বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা প্রায় ৪ লাখ

প্রকাশ : ০৬ জুন ২০২০, ১১:৪০

সাহস ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৭৮৭ জনের এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ লাখ। এছাড়া কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখেরও বেশি মানুষ।

শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯৭ হাজার ২৩৯ জন এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১২৭ জন, যা বিশ্বে সর্বোচ্চ। তবে এগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া সংখ্যা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক রোগী গুরুতর অবস্থায় থাকায় প্রকৃত পরিস্থিতি আরও খারাপ।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। আর ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। এরপরই রয়েছে ইতালি, ফ্রান্স ও স্পেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত