x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৬৬ জন, মৃত ৪৭ জন
  •  ইতালিতে ফের ছড়াচ্ছে করোনা, নতুন রোগীদের সিংহভাগ বাংলাদেশি
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৬৭ হাজার, আক্রান্ত ১ কোটি ২৮ লাখেরও বেশি
  •  সড়ক দুর্ঘটনা বেড়েছে ৫৬ শতাংশ, জুনে নিহত ৩৬৮
  •  আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি রায়হানের ভিসা বাতিল

করোনায় বিশ্বে মৃত্যু ৩ লাখ ৭৫ হাজার ছাড়াল

প্রকাশ : ০২ জুন ২০২০, ১১:০৩

সাহস ডেস্ক

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৫২৬ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (জুন ২) পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৫ লাখ ২৬ হাজার ৪৪৭ জন আক্রান্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত দেশগুলো মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ১ লাখ ৫ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৩৭০ জনে। দেশটির নিউইয়র্ক রাজ্যে এখনও পর্যন্ত ২৯ হাজার ৯১৭ জন মারা গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ১২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর ইতালিতে ৩৩ হাজার ৪৭৫ জন, ফ্রান্সে ২৮ হাজার ৮৩৬ জন, এবং স্পেনে ২৭ হাজার ১২৭ জন মারা গেছেন। চীন এবং নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশে মহামারিটি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হয়। এছাড়া ইউরোপ লকডাউন উত্তোলনের প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত