x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৭৩৩ জন, মৃত ৩৯ জন
  •  ফাহিম সালেহর খুনী চিহ্নিত
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৮৭ হাজার, আক্রান্ত ১ কোটি ৩৭ লাখেরও বেশি
  •  কাঠগড়ায় কাঁদলেন সাহেদ, বললেন করোনা আক্রান্ত তিনি

করোনায় আক্রান্তে জার্মানি-ফ্রান্সকে টপকালো ভারত, মৃত্যুতে রাশিয়াকে

প্রকাশ : ০১ জুন ২০২০, ১৯:৪৮

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড হওয়ায় এবার জার্মানি ও ফ্রান্সকে টপকালো ভারত। সেই সাথে মৃত্যুর সংখ্যায়ও রাশিয়াকে পেছনে ফেলল ভারত।

আজ সোমবার (১ জুন) ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি বিশ্বে মোট আক্রান্তের সংখ্যায় ভারত চলে এসেছে নবম থেকে সপ্তম স্থানে। টপকে গেল জার্মানি ও ফ্রান্সকে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৯২ জন। এই বৃদ্ধির মাধ্যমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৩৫ জনে।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, এবার রাশিয়াকেও মৃত্যু সংখ্যায় পিছনে ফেলল ভারত। গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৩০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে, কোভিড-১৯-এর কারণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৯৪ জনের।

করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও আক্রান্তদের সুস্থ হওয়ার সংখ্যাটাও অনেক বেশি। করোনায় আক্রান্ত হওয়ার পর ভারতে ৯১ হাজার ৮১৯ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৮৩৫ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত