মিশিগান অঙ্গরাজ্যের গভর্নরের স্বামীকে নিয়ে ট্রাম্পের সমালোচনা

প্রকাশ : ৩১ মে ২০২০, ১২:১৩

সাহস ডেস্ক

মিশিগান অঙ্গরাজ্যে গভর্নর গ্রিচেন হুইটমারের স্বামীকে নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ২৮ মে (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ডোনাল্ড ট্রাম্প এই সমালোচনা করেন।

টুইটারে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমারের স্বামী মার্ক ম্যালরির ‘নৌকা কেলেংকারি’র কথা বলে তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাকে পাত্তা দেননি মিশিগানের গভর্নর। ট্রাম্পের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এটা বড় কোনো ইস্যু মনে হচ্ছে না।’

হুইটমার বলেন, ‘আমার স্বামী নৌকার একজন ঠিকাদারকে জিজ্ঞেস করেছিলেন, মিশিগানের ‘প্রথম ভদ্রলোক’ হিসেবে আমাদের পারিবারিক কটেজ দেখতে মেমোরিয়াল ডে সপ্তাহ শেষের আগে একটি নৌকা সাহায্য পাওয়া যাবে কি না?’

হুইটমার আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের এ রকম কথাবার্তা হাস্যরসের ব্যর্থ চেষ্টার ফলাফল, যা একটি নিছক রসিকতা ছাড়া আর কিছু না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত