চীন-ভারতের দ্বন্দ্ব নিয়ে মোদির মেজাজ ভালো নেই: ট্রাম্প

প্রকাশ : ২৯ মে ২০২০, ১৪:২৮

সাহস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। দুই দেশের মধ্যকার বড় দ্বন্দ্ব নিয়ে তার মেজাজ ভালো নেই।’

২৮ মে (বৃহস্পতিবার) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীন-ভারতের মধ্যকার সীমান্তবিরোধের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে একথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘দুই দেশের মধ্যে একটা বড় দ্বন্দ্ব চলছে। ভারতে তারা আমাকে পছন্দ করেন। আমি মনে করি, এ দেশের গণমাধ্যমের চেয়ে তারা আমাকে বেশি পছন্দ করেন। আমিও মোদিকে পছন্দ করি। আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুবই পছন্দ করি। তিনি খুবই একজন ভদ্র মানুষ।’

তিনি বলেন, ‘তারা একটি বড় দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছেন, ভারত ও চীন। দুই দেশেরই ১৪০ কোটি করে জনসংখ্যা আছে। তাদের শক্তিশালী সামরিক বাহিনী আছে। ভারত খুশি না এবং সম্ভবত চীনও খুশি না।’

চীন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। চীনের সঙ্গে যা ঘটছে, তাতে তার মেজাজ ভালো নেই।’

এর একদিন আগে চীন-ভারতের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। আমাদের সেই সক্ষমতা ও ইচ্ছা রয়েছে।’

পরেরদিন বৃহস্পতিবারও তিনি জানান, ‘তারা যদি সহায়তা চেয়ে আবেদন করেন, আমি মধ্যস্থতা করতে প্রস্তুত। তারা যদি মনে করেন যে এটা তাদের মধ্যস্থতা কিংবা মীমাংসার ক্ষেত্রে সহায়ক হবে, তবে তা আমি করবো।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত