যুক্তরাষ্ট্রের জন্য করোনা পার্ল হারবার-৯/১১ এর চেয়েও ভয়ঙ্কর: ট্রাম্প

প্রকাশ : ০৭ মে ২০২০, ১৭:৪৯

সাহস ডেস্ক

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পরার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় চীনের সমালোচনা করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য এই করোনা মহামারি পার্ল হারবার ও ৯/১১ এর ঘটনার চেয়েও ভয়ঙ্কর।’

গতকাল ৬ মে (বুধবার) সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প।

এদিকে জার্মানি ১৫ মে ঐতিহ্যবাহী ফুটবল লীগ বন্দেসলীগা পুনরায় শুরুসহ পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরিকল্পনা ঘোষণা করেছে।
আর ইউরোপিয়ান ইউনিয়ন ভাইরাস আক্রান্ত ইউরোপ মহাদেশে ইতিহাসের স্মরণীয় অর্থনৈতিক মন্দার আভাস দিয়েছে।

ইউরোপের সঙ্গে এশিয়ার দেশগুলোও লকডাউন শিথিল করার প্রক্রিয়া অনুসরণ করছে, এই লকডাউনের কারণে মানুষ কয়েক সপ্তাহ ধরে ঘরে বন্দী অবস্থায় রয়েছে, অর্থনৈতিক ধস নামছে এবং লাখ লাখ লোক কর্মহীন হয়ে পড়ছে।

মহামারিতে লাতিন আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার শতাংশ পয়েন্টের তিন চতুর্থাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়ে বলেছে, মহামারির প্রভাব মোকাবিলায় অর্থনীতিরজন্য “অসাধারণশক্তিশালী” পদক্ষেপ নেয়া প্রয়োজন।

মহামারির কারণে পোল্যান্ডের রাজনৈতিক দলগুলো নির্ধারিত ১০ মে’র প্রেসিডেন্টসিয়াল নির্বাচন বাতিলের সিদ্ধান্তে সম্মত হয়েছে, তবে নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ট্রাম্প বলেছেন, করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র যে কঠিন সংকটে পড়েছে তা ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে জাপানিদের বোমা হামলা অথবা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল কায়দার হামলার চেয়েও ভয়ঙ্কর।

হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ এটি সত্যি এ যাবত কালের সবচেয়ে ভয়ংকর হামলা।”

তিনি বলেন,“ এটি পার্ল হারবারের চেয়ে ভয়ঙ্কর, এটি ওয়াল্ড ট্রেড সেন্টারে হামলার চেয়ে ভয়ঙ্কর।” হাওয়াইয়ে পার্ল হারবার নৌঘাটিতে জাপানের আকস্মিক হামলা যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার পথে এগিয়ে দেয়।

৯/১১ হামলায় ৩ হাজার লোকের মৃত্যু হয়, এরপর যুক্তরাষ্ট্র দুই দশক ধরে ইরাক, আফগানিস্তান এবং অন্যান্য দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়ে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পরার পর থেকেই ট্রাম্প এ জন্য চীনকে অভিযুক্ত করে বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

করোনাভাইরাসে ৭৩ হাজারের বেশী আমেরিকান মারা গেছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর সাবেক পরিচালক আশঙ্কা প্রকাশ করেছেন, মে মাসের শেষ নাগাদ মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজারের বেশী লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ৩৭ লাখ মানুষ। শুধু টেস্টের ভিত্তিতে আক্রান্তের এই হিসাব করা হয়েছে, টেস্ট বাড়লে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে।

ইউরোজোনের অর্থনীতিতে এ বছর ৭.৭ শতাংশ ধস নামবে বলে ইইউ অর্থনৈতিক বিষয়ক কমিশনার পাউলো জেন্টিলোনি পূর্বাভাস দিয়েছেন।

পাউলো জেন্টিলোনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘গ্রেড ডিপ্রেশনের’ পরে ইউরোপ নজিরবিহীন অর্থনৈতিক মন্দায় পতিত হতে যাচ্ছে।’

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত