লেবাননে প্রাইভেট ব্যাংকে বোমা বিস্ফোরণ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২০, ১৬:৪০

সাহস ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি প্রাইভেট ব্যাংকে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদন শহরের ফ্রানসা ব্যাংকের শাখায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকটির সম্মুখভাগ ও ছাদের কিছু অংশ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় নিউজ এজেন্সি।

ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এপি জানায়, ব্যাংকের পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় বিস্ফোরণের সময় দুই ব্যক্তিকে দেখা গেছে। কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকটের কারণে ছোট্ট এ শহরের বাসিন্দারা ব্যাংকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। যখন এ হামলা হয় তখন ব্যাংকটি বন্ধ ছিল।

তাৎক্ষণিক কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। ব্যাংকের বাইরে থাকা ক্যামেরায় দুই ব্যক্তিকে বোমা বিস্ফোরণের সময় দেখা গেছে। এর বেশি কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

এপি জানায়, গত কয়েক সপ্তাহে লেবানের মুদ্রামান ডলারের বিপরীতে ৬০ শতাংশ কমেছে। বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট থেকে ডলার উত্তোলন ও স্থানান্তর স্থগিত করার সিদ্ধান্ত নেয় লেবাননের কেন্দ্রীয় ব্যাংক। এ কাজ বাস্তবায়নে প্রাইভেট ব্যাংকের সাহায্য প্রয়োজন পড়ে কেন্দ্রীয় ব্যাংকের।

এ সিদ্ধান্তের পর থেকে মুদ্রামান কমেছে নজিরবিহীন হারে। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২৩ এপ্রিল বিক্ষোভে নামেন লেবানিজরা।

তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ ও প্রাইভেট সব ব্যাংকের সমালোচনা করেন।

এ ঘটনার আগের দিন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, ‘লেবাননের ব্যাংক আমানত চলতি বছরের প্রথম দুই মাসে ৫৭০ কোটি ডলার ছাড়িয়েছে। লেবাননে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক মন্দা চলছে।’

সূত্র: নিউজ এজেন্সি ও এপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত