করোনা যুদ্ধে জয়ের দাবি নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২০, ১৫:০৯

সাহস ডেস্ক

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে নিউজিল্যান্ড গুরুত্বপূর্ণ জয় দাবি জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘নিউজিল্যান্ডে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। আমরা যুদ্ধে জয়ী হয়েছি।’

২৭ এপ্রিল (সোমবার) করোনাভাইরাসের বিপক্ষে এমন জয়ের দাবি করেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

দেশটিতে প্রায় পাঁচ সপ্তাহ ধরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ছিল। এ সময়ে কেবল দরকারি সেবাসমূহ চালু ছিল। সোমবার থেকে তিন দিকের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে। এর ফলে কিছু ব্যবসা, খাবারের দোকান ও স্কুলসমূহ খুলে দেয়া হবে।

তবে, আর্ডান সতর্ক করে দিয়ে বলেন, ‘স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ এখনও তৈরি হয়নি। কারণ, সংক্রমণ একেবারে নির্মূল হয়ে গেছে নিশ্চিত করে এ কথা বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘প্রত্যেকেই স্বাভাবিক সামাজিক জীবনে ফিরতে চাচ্ছেন, যা আমরা সকলেই মিস করছি। কিন্তু আমাদের ধীরে ও সতর্কতার সঙ্গে এগুতে হবে।’

আর্ডান আরও বলেন, ‘আমরা যেটুকু অগ্রগতি অর্জন করেছি তা হারানোর ঝুঁকি নিতে চাই না। আমাদের লেভেল থ্রিতে থাকার দরকার হলে তাই থাকবো।’

দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মাত্র ১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৪৬৯ এবং মারা গেছে ১৯ জন। সুস্থ্য হয়ে ফিরেছেন ১,১৮০ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত