x

এইমাত্র

  •  চলে গেলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ
  •  ভার্চুয়াল কোর্টের ছয় কর্মদিবসে জামিন পেলেন ১২ হাজার ২৫৮ হাজতি
  •  লকডাউনে অসচ্ছল মানুষকে সহায়তায় বরাদ্দ সাড়ে ১০ কোটি টাকা
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ

কুয়েতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২০, ২০:২২

সাহস ডেস্ক

কুয়েতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম ৬৮ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

১৮ এপ্রিল (শনিবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির স্থানীয় দৈনিক আরব টাইমস এ তথ্য নিশ্চিত করে।

মৃত বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জন। এদের মধ্যে ১ জন ভারতীয়, একজন ইরানী, ৩ জন কুয়েতি এবং ১ জন বাংলাদেশি।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ বাংলাদেশিসহ ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সর্বমোট করোনা আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১৩৪ জন।

কুয়েতে মোট করোনা আক্রান্ত ১৭৫১ জন, সুস্থ হয়েছেন ২৮০ জন, আইসিইউতে রয়েছে ৩৪ জন, চিকিৎসা চলছে ১৪৬৫ জনের।

সূত্র: দৈনিক আরব টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত