করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত ১ লাখ ১৯ হাজার ৭০১ জন, আক্রান্ত ২০ লাখ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২০, ১৫:০৫

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসটি বিশ্বে ১ লাখ ১৯ হাজার ৭০১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য জানা যায়।

এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৯ লাখ ২৫ হাজার ১৭৯ জন। এদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৫৭ হাজার ৬৫৭ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৭৬৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৪৭ হাজার ৮২১ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ১৯ হাজার ৭০১ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।