ইরানে ট্রাম্প প্রশাসন মানবতাবিরোধী অপরাধ করছে: শামখানি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৭:০৭

সাহস ডেস্ক

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ‘চিকিৎসার কাজে ব্যবহৃত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ মানেই মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’

৫ এপ্রিল (রবিবার) নিজেরর অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।

শামখানি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় বিদেশ থেকে নিজের পাওনা অর্থ ও চিকিৎসা সামগ্রী আমদানির কাজে তেহরানকে বাধা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মানবতাবিরোধী অপরাধ করছে।’

তিনি বলেন, ‘এ কাজ করে যুক্তরাষ্ট্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরানি জনগণের প্রতি তার শত্রুতার সীমা নেই।’

শামখানি আরও বলেন, ‘ইরান যাতে করোনা মহামারী মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আমদানি করতে না পারে সেজন্য আমেরিকা বিদেশে আটকে পড়া ইরানের পাওনা অর্থ দেশে আনতে দিচ্ছে না। সেইসঙ্গে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে ইরানের জন্য ঋণ বরাদ্দ দিতে বাধা দিয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধের প্রকৃত দৃষ্টান্ত।’

সম্প্রতি ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আমেরিকা তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিবর্তে উল্টো তা জোরদার করেছে।

করোনা মোকাবিলার কাজ নির্বিঘ্নে করার জন্য তেহরান সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল। কিন্তু আমেরিকা ওই আন্তর্জাতিক আর্থিক সংস্থাটিকে তা দিতে বাধা দেয়।

তেহরান পরিষ্কারভাবে ঘোষণা করেছে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে।

সূত্র: পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত