করোনা নিয়ে সতর্ক করায় মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেনকে বরখাস্ত

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৫:৪৯

সাহস ডেস্ক

মার্কিন নৌবাহিনী তাদের বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না– এমন পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে চিঠি লেখা মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে বরখাস্ত করা হয়েছে।

২ এপ্রিল (বৃহস্পতিবার) মার্কিন নৌবাহিনী তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

কিছু দিন আগে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে মার্কিন সেনাদের মৃত্যু ঠেকাতে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে ক্রোজিয়ার বলেছিলেন, ‘বিমানবাহী রণতরী থেকে সেনাদের সরিয়ে না নিলে এসব সেনা মারা যাবে। আমরা যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতির মধ্যে নেই, সে জন্য তাদের বিনাকারণে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার কোনো যৌক্তিকতা নেই। এ অবস্থায় ৫ হাজার সেনাকে জাহাজ থেকে সরিয়ে নেয়া উচিত।’

তবে মার্কিন নৌবাহিনীর সচিব থমাস মোডলি মনে করেন, ‘কমান্ডার ক্রোজিয়ার অত্যন্ত দুর্বল মাপকাঠিতে যাচাই করে ওই মন্তব্য করেছিলেন। চিঠিটি ফাঁস করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।’

পরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, থিওডোর রুজভেল্ট জাহাজটিতে অন্তত ১০০ জনের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটেছে।

মার্কিন নৌবাহিনীর সচিব থমাস মোডলি আরও বলেন, ‘ক্রোজিয়ারের লেখা ওই চিঠিটি এমন ধারণা দেয় যে, নৌবাহিনী তার ডাকে সাড়া দিচ্ছে না। এটি এমন একটি ধারণা তৈরি করে যে, নৌবাহিনী তাদের কাজ করছে না, সরকার তাদের কাজ করছে না। যেটি একেবারেই সত্য নয়।’

প্রসঙ্গত, করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশটিতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত