করোনাকে হত্যাকারী আখ্যা দিলেন ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর

প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১৯:১২

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসকে হত্যাকারী হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর Jérôme Salomon (জেরম সালমোঁ)।

তিনি বলেন, ‘আমরা পুরোপুরি ব্যতিক্রমী মহামারীর মুখোমুখি হচ্ছি যা স্বাস্থ্য ব্যবস্থায় এবং বিশেষত স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওপর অস্বাভাবিক প্রভাব ফেলছে।’

এ পর্যন্ত করোনায় ফ্রান্সে মৃত্যুর সংখ্যা ৪ হাজারের বেশি ছাড়িয়েছে এবং সারাবিশ্বে ৪৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে।

এদিকে করোনায় ফ্রান্সে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ পর্যন্ত ২০জন বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। ফ্রান্সে করোনার লাশের সারিতে এক বাংলাদেশি মহিলাও যোগ হয়েছেন।

এছাড়া কঠিন পরিস্থিতিতে আছেন মেসে থাকা বাংলাদেশি প্রবাসীরা। প্যারিসের কিছু মেস আছে, যেখানে বাংলাদেশিরা গাদাগাদি করে বসবাস করেন। এসব মেসে বসবাসকারীরা রয়েছেন অত্যাধিক ঝুঁকিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত