করোনাভাইরাস: ইরানে ভ্রাম্যমাণ টেস্ট পরীক্ষা সেন্টার চালু

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৭:৪২

সাহস ডেস্ক

ভ্রাম্যমাণ করোনাভাইরাস টেস্ট পরীক্ষা সেন্টার চালু করেছে ইরান। এ কাজে এগিয়ে এসেছে দেশটির স্বেচ্ছাসেবী সংস্থা বাসিজ।

এর মাধ্যমে খুব সহজেই আক্রান্ত ব্যক্তিদের নমুনা অল্প সময়ের মধ্যে সংগ্রহ এবং টেস্টের ফলাফল দেয়া সম্ভব হবে।

মোস্তাজফিন বাসিজ সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সুলেমানির উপস্থিতিতে ভ্রাম্যমাণ এই করোনা পরীক্ষার সেন্টার উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের সাথে সম্পর্কিত একজন জানান, এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার ২০০ জনের নমুনা শনাক্ত করতে সক্ষম। আর দুই ধাপে সর্বোচ্চ ৩ ঘন্টা সময়ে দুটি করোনা জিনের ফলাফল দেয়া সম্ভব হবে। প্রথম জিনের ফলাফল যদি পজিটিভ হয় তবে দ্বিতীয় জিনের ফলাফলের জন্য ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে।

রিপোর্ট, কামরুজ্জামান নাবিল
শিক্ষার্থী, ডক্টর অব মেডিসিন, ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইরান

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত