করোনাভাইরাস: চীনের দেয়া ৬ লাখ মাস্ক ফেরত দিল নেদারল্যান্ডস

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ২০:০০

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে নেদারল্যান্ডসে ৬ লাখ মাস্ক বিতরণ করেছিল চীন। তবে মানসম্পন্ন না হওয়ায় সে মাস্ক চীনকে ফেরত দিয়েছে নেদারল্যান্ডস।

জানা যায়, ২১ মার্চ ১৩ লাখ মাস্ক চীন থেকে আসে। স্বাস্থ্যকর্মীদের এরই মধ্যে প্রায় ৬ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এরই মধ্যে চালানের বাকি অংশ স্থগিত করা হয়েছে।

এতে বলা হয়, এ মাস্ক পুরোপুরি মুখ ঢাকে না এবং এতে ত্রুটিযুক্ত ফিল্টার দেয়া। এ মাস্ক পড়লে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

ইতালিতে ব্যাপক সাবধানতা অবলম্বনের পরেও করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পরার জন্য চীনের দেয়া চিকিৎসা সরঞ্জামকে দায়ী করা হচ্ছে।

ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের তৈরী যেকোনো স্বাস্থ্য সামগ্রী পরিহার করতে নির্দেশনা জারি করেছে।

সূত্র: ডিডাব্লিউ.কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত