x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৬৬ জন, মৃত ৪৭ জন
  •  সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৬৭ হাজার, আক্রান্ত ১ কোটি ২৮ লাখেরও বেশি
  •  ১০ নদীর ১৫ পয়েন্টের পানি বিপদসীমার ওপরে
  •  রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া

করোনাভাইরাস: মালয়েশিয়ায় আরও একজনের মৃত্যু

প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ২২:০২

সাহস ডেস্ক

মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১২৩ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ জন।

সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক নুর হিশাম আব্দুল্লাহ জানান, দেশটিতে করোনায় সর্বশেষ মৃত ব্যক্তির বয়স ছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন অন্যান্য রোগেও ভুগছিলেন।

জানা যায়, ওই ব্যক্তি গত ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়া ভ্রমণ করেন। গত সপ্তাহে তার শরীরে অসুস্থতার লক্ষণ দেখা যায়। গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় পরেরদিনই তাকে আইসিউতে নেয়া হয়। পরে, রোববার সকালে মারা যান ওই ব্যক্তি।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৬৯৬ জন। প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ হাজার ৭৫৬ জন। আক্রান্তদের মধ্যে প্রায় এক লাখ মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

খবর- দ্য স্ট্রেইট টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত