করোনায় কেঁপে ওঠা ইতালিতে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ২১:০৩ | আপডেট: ২২ মার্চ ২০২০, ২৩:০০

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস যেখানে ইতালিকে কাঁপিয়ে তুলছে সেখানে দেশটির সিসিলি দ্বীপের এটনায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত এ ভূমিকম্প অনুভূত হয়।

আজ ২২ মার্চ (রবিবার) সকালে দুবার ইউরোপ কেঁপে উঠল। ন্যাশনাল ইনস্টিটিউট অব ভলকনোলজি মিলো থেকে ছয় কিলোমিটার পশ্চিমে এবং পাঁচ কিলোমিটার গভীরতায় এ ভূমিকম্প অনুভূত হয়।

প্রথমটি ৩.৫ ও দ্বিতীয়টি ২.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, পুরো পূর্ব উপকূলের কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত লোকজন এই আঘাতটি স্পষ্ট অনুভূত হয়েছিল। ইতালির গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে সংকটময় সময় পার করছে ইতালি। এই সময় ভূমিকম্প এ যেন মরার উপর খাঁড়ার ঘা। ইতোমধ্যে করোনায় দেশটির জনগণ আতঙ্কিত সেখানে প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনগণকে নতুনভাবে ভাবিয়ে তুলল।