করোনা ছড়িয়েছে ১৭৯ দেশে, মারা গেছে ১০ হাজার ৪৮ জন

প্রকাশ : ২০ মার্চ ২০২০, ১৬:১৪

সাহস ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এখন পর্যন্ত ১৭৯টি দেশে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বব্যাপী মারা গেছে ১০ হাজার ৪৮ জনে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।

শুক্রবার (মার্চ ২০)  যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

করোনা আতঙ্কে অনেক দেশেই দোকান-পাট, ব্যবসায় বাণিজ্য, স্কুল, কলেজ সব বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত চীনে ৮০ হাজার ৯৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩ হাজার ২৪৮ জন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় সবার ওপরে আছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানির পর তারা ছাড়িয়ে গেছে করোনার উৎস চীনকেও। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত