মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৬

সাহস ডেস্ক

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দেশটির সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। বার্তা সংস্থা রয়টার্স, মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন ও স্ট্রেইটটাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে মালয়েশিয়ার রাজা নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিনকে বেছে নেন।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।

মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।

রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর পেল মালয়েশিয়া। তবে প্রধানমন্ত্রীর পদ পেতে উমনো এবং পিএসএ নামের দুই দলের সমর্থন বাগাতে হয়েছে মুহিউদ্দিনকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত