মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮

সাহস ডেস্ক

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ৯১ বছর বয়সে কায়রোর একটি হাসপাতালে মারা গেছেন। প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার মারা যান বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

মিসরের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে মুবারক ১৯৮১ সালে ক্ষমতায় আরোহন করেন। অভ্যুত্থানের পর কয়েক বছর তিনি কারাবন্দী থাকেন। ২০১৭ সালে অধিকাংশ অভিযোগ থেকে রেহাই পাওয়ার পরে তিনি জেল থেকে মুক্তি পান।

মিসরের উত্তরাঞ্চলে কাফর আল মেসেলহায় ১৯২৮ সালের ৪ঠা মে জন্ম নেয়া মোবারক নিজেও সামরিক বাহিনীর লোক ছিলেন। দরিদ্র পরিবার থেকে উঠে আসা সত্ত্বেও তিনি ১৯৪৯ সালে মিসরের মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েশন করেন। পরে বিমান বাহিনীতে বদলি হয়ে ১৯৫০ সালে কমিশন প্রাপ্ত হন। ১৯৭২ সালে তিনি বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেন।

১৯৭৩ সালে আরব-ইসরায়েল যু্দ্ধের শুরুতে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার তিনিই ছিলেন পরিকল্পনাকারী। পরে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তাকে ভাইস প্রেসিডেন্ট বানান ১৯৭৫ সালে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত