দক্ষিণ কোরিয়ায় দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৩

সাহস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ৭৯ হাজারেরও বেশি মানুষ। চীনের পর ভাইরাসটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহরে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে এবং নতুন করে আরও ১৬১ জন আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে ‘নজিরবিহীন, শক্তিশালী’ পদক্ষেপ নেয়া হবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এমন আহ্বানের পরও সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে ভাইরাস আক্রান্ত মোট ৭৬৩ জনকে শনাক্ত করা হয়েছে।

এছাড়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। বিশ্বব্যাপী প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই চীনের নাগরিক।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে ৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী তেহরানসহ আরও কয়েকটি শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইরানজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৪৩।

চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উত্তর কোরিয়ায় ৩৮০ জন বিদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে, উত্তর কোরিয়ায় প্রায় ৩০ দিন ধরে ২০০ বিদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার সময় আরও বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত