আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে সতর্ক করল সিরিয়া

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪০

সাহস ডেস্ক

আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করল মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া।  সিরীয় সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে তেল আবিবের প্রতি হুঁশিয়ারিটি উচ্চারণ করে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী যে কোনো যুদ্ধবিমানকে গুলি চালিয়ে ভূপাতিতের জন্য বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি যুদ্ধবিমান বহুবার সিরিয়ার আকাশসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এর মাধ্যমে তারা দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বোমাবর্ষণ করেছিল। এমন প্রেক্ষাপটে বিদ্রোহীদের কাছ থেকে উদ্ধারকৃত এলাকায় নিজেদের জাতীয় পতাকা ওড়াতে শুরু করে সিরীয় সেনাবাহিনী।

দেশটির যোগাযোগমন্ত্রী আলী হামুদ বলেছেন, দামেস্ক-আলেপ্পো আন্তর্জাতিক মহাসড়কে দীর্ঘ নয় বছর পর সব ধরনের যান চলাচল শুরু করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত