ইরান-তুরস্ক সীমান্তে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৬

অনলাইন ডেস্ক

ইরানের তুর্কি সীমান্তবর্তী আজারবাইজান প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাতের পর এখন পর্যন্ত কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইরান ভূকম্পন কেন্দ্রের (আইআরএসসি) তথ্যমতে, রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটিতে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল কোতার জেলায় এবং ভূপৃষ্ঠের অন্তত ৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ওই অঞ্চলের অন্তত ৪৩ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলে কার্যক্রম শুরু করেছে। একই ভূমিকম্পে তুরস্কের ভ্যান শহরে ভবনধসের খবর পাওয়া গেছে। সেখানে আহত হয়েছে আরো ৫ জন।

গত মাসে তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪০ জন প্রাণ হারান। একই মাসে ইরানে আঘাত হেনেছিল আরও একটি ভূমিকম্প।

সূত্র: রয়টার্স