ইরানে করোনার আতঙ্কে স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৯

সাহস ডেস্ক

ইরানে প্রতিদিনই বাড়ছে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে জনগণকে সুস্থ ও নিরাপদ রাখতে দেশটির বিভিন্ন প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রবিবার থেকে ইরানের ১৪ টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।

এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।

ইরানে এখন পর্যন্ত ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ভাইরাসটিতে মারা যাওয়া সবশেষ ব্যক্তি তাদের মধ্যে অন্তর্ভুক্ত কিনা সে তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আর কোভিড-১৯ ভাইরাসে দেশটিতে মারা যাওয়া ছয়জনই ইরানের নাগরিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত