মালয়েশিয়ায় ১৩১ বাংলাদেশিকে গ্রেপ্তার

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৩

সাহস ডেস্ক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে প্রশাসন। এতে এখন পর্যন্ত শতাধিক বাংলাদেশিসহ ২৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক হামিদি এডাম জানান, রাজধানীর ডেসা পার্ক সিটিতে অভিযান চালিয়ে একরাতেই ২৫ থেকে ৪৮ বছর বয়সী ৩৬ নারীসহ মোট ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের ১৩১, ইন্দোনেশিয়ার ১১২, পাকিস্তান ও মিয়ানমারের একজন করে নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন অফিসার জানিয়েছেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি ৩৯(খ) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী এবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারের শিকার অধিকাংশ অভিবাসী নিজেদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এখানে অবস্থান করছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত