নীল পাসপোর্টে ফিরছে যুক্তরাজ্য

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩

সাহস ডেস্ক

প্রায় ৩০ বছর পর আগামী মার্চ থেকে যুক্তরাজ্যে আবারও চালু হতে যাচ্ছে নীল রঙের ব্রিটিশ পাসপোর্ট। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯২১ সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো নীল রঙের পাসপোর্ট চালু হয়। তবে ১৯৮৮ সালে দেশটি ইউরোপীয়ান ইকোনমিক কমিউনিটির সদস্য হওয়ার পর সেটি বাতিল হয়ে যায়। আর চালু হয় নতুন পাসপোর্ট।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, পাসপোর্ট ফের আমাদের জাতীয় পরিচয়ের ধারকে পরিণত হতে যাচ্ছে। ব্রেক্সিট যুক্তরাজ্যকে বিশ্বে নতুন পথ তৈরির দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে। এর ফলেই আইকনিক নীল ও সোনালী নকশার পাসপোর্টে ফিরে যেতে পারছে যুক্তরাজ্য।

নতুন এই নীল রঙের পাসপোর্ট তৈরি করবে জেমেলতু নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক থেলেস নামে একটি ফরাসি সংস্থা। 

এই পাসপোর্টগুলো যুক্তরাজ্যের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে আলাদা হবে। পাসপোর্টের পেছনের দিকে ফুলেল বুটি করা থাকবে যা ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রতীক হিসেবে চিহ্নিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত