ইরান থেকে নাগরিকদের দ্রুত ফিরিয়ে নিচ্ছে কুয়েত

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭

সাহস ডেস্ক

চীনের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।  তাছাড়া কমপক্ষে ২৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলেও দাবি চিকিৎসকদের।

দেশটির কুয়াম থেকে বাবোল, আরাক, ইসফাহান ও রাশত অঞ্চলে ভাইরাসটির বিস্তার ঘটেছে। এমনকি রাজধানী তেহরানেও কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে।

এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা ৭শর বেশি নাগরিককে ফিরিয়ে নিতে চার্টার ফ্লাইট পরিচালনা শুরু করেছে কুয়েত। যার অংশ হিসেবে এরই মধ্যে পাঁচটি ফ্লাইটে করে ১৩০ জন যাত্রীকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।

কুয়েত এয়ারওয়েজের বরাতে দেশটির বার্তা সংস্থা কুনা এই নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ ইসলামি বলেছেন, ২৮ আক্রান্তের অধিকাংশই কুয়াম শহরের বাসিন্দা। শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এমন পরিস্থিতিতে কুয়ামে সবধরনের ধর্মীয় সমাবেশ বাতিল করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে এক নারী দেহে প্রথম কভিড-১৯ এর ভাইরাস ধরা পড়ে। এরপর গত দেড় মাসে দ্রুত বিস্তার লাভ করে ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৯টি দেশে ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত