করোনায় এয়ারলাইন্সগুলোর ক্ষতি ২৯ বিলিয়ন

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৬

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে বিমান খাত। এই বিমান খাতে ক্ষতির পরিমাণ ২৯ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (আইএটিএ)।

আইটিএ জানায়, করোনার ফলে বিশ্বব্যাপী এয়ারলাইন্সগুলোর আয় কমতে পারে ২৯ বিলিয়ন ডলার। এর মধ্যে চীনের এয়ালাইন্সগুলোর আয় কমতে পারে ১২ দশমিক ৮ বিলিয়ন ডলার। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে এশিয় অঞ্চলে বিমান সংস্থাগুলো।

সংস্থাটি আরও জানায়, ২০০৯ সালের পর প্রথমবারের মতো বিশ্বব্যাপী প্লেনে ভ্রমণের চাহিদা হ্রাস পেয়েছে। এই হ্রাস পাওয়াটা এমন সময় এসেছে যখন প্লেনে ভ্রমণের চাহিদা বাড়ছিল।

২০২০ সালে প্লেনের ভ্রমণের চাহিদা ৪ দশমিক ১ শতাংশ বাড়ার কথা ছিল। কিন্ত করোনার প্রাদুর্ভাবে তা ০.৬ শতাংশ কমে যেতে পারে। করোনার প্রাদুর্ভাব যদি চীনের বাইরে ছড়িয়ে পড়ে তাহলে প্লেন সংস্থাগুলোর ক্ষতি আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি করেছে আইটিএ।