করোনাভাইরাস: দক্ষিণ কোরিয়ায় ‘জরুরি’ অবস্থা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৪

সাহস ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে আরও বেশি কড়াকড়ি আরোপ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে অন্তত ১০০ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এই কড়াকড়ি আরোপ করা হলো।

দেশটির প্রধানমন্ত্রী চং সি কিউন এই পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে বর্ণনা করেছেন।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেইগু এবং চেয়েওংদু শহরকে ‘বিশেষ অঞ্চল’ অঞ্চল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সেখানে রাস্তাঘাট প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় একটি সামরিক ঘাঁটিতে ৩ সেনাসদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ঘাঁটির কার্যক্রমও বন্ধের পথে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ায় ৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর শুক্রবার আক্রান্ত হন ১০০ জন। এতে সবমিলিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০৪ জনে পৌঁছেছে। চীনের বাইরে এই প্রথম কোনো দেশে এত বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত