ইতালিতে করোনায় একজনের মৃত্যু

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২২

সাহস ডেস্ক

ইতালিতে প্রথমবারের মত করোনারাঘাতে একজনের মৃত্যু হয়েছে। ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন দেশটির উত্তরাঞ্চলীয় ভেনেতো শহরের আঞ্চলিক প্রধান লুকা জায়া। 

জানা যায়, প্রাথমিকভাবে জ্বর ও সর্দি নিয়ে দুই ব্যক্তি দশ দিন আগে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি শুক্রবার মারা যান। ফলে, অন্যজনের অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। 

সংবাদমাধ্যম এএনএসএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির ১০টি শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ১৪ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাদের হাসপাতলের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সবধরনের সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করার পাশাপাশি ওই অঞ্চলের মানুষকে নিজ বাসভবনে থাকার অনুরোধ জানিয়েছেন।

চীনের উহানে শুরু হওয়া প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৬০ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৯ জন। আক্রান্তের সংখ্যা ৭৭ হাজারেরও বেশি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত