তুরস্ক-সিরিয়ার লড়াইয়ে ব্যাপক হতাহত

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২

সাহস ডেস্ক

সিরিয়ার সরকারি বাহিনী ও তুর্কি সেনাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ দাতব্য সংস্থা সিরীয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘আল-জাজিরা’।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রথমে রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী তাদের ওপর হামলা চালায়। জবাবে পাল্টা হামলা চালায় তুর্কি সেনারা। আর তুরস্কের পাল্টা হামলায় ৫০ জনেরও বেশি সিরীয় সেনা নিহত হয়েছে।

ব্রিটিশ দাতব্য সংস্থা সিরীয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ২৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

ব্রিটিশ দাতব্য সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবারে পাল্টাপাল্টি হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ১১ সেনা নিহত হয়েছে। হামলায় তুর্কি সেনাদের সঙ্গে এক হয়ে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়েছে দেশটির তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। যেখানে সিরীয় বাহিনীর হামলায় তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠীর ১৪ সেনা ও ২ তুর্কি সেনা নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত