সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহত ১২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৮

সাহস ডেস্ক

সোমালিয়ার পৃথক সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ সেনার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সামরিক ঘাঁটিগুলোতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে হামলাটি চালানো হয়। যদিও এর জন্য আল-কায়দা সমর্থিত সশস্ত্র জঙ্গি সংগঠন আল-শাবাবকেই দায়ী করছে সরকারি কর্মকর্তারা।

পুলিশের মুখপাত্র নুর আহমেদ বলেছেন, প্রথমে আল-সালিনি নামক সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এর পরই সেখানে গুলি চালাতে থাকে জঙ্গিরা। মূলত তখন কিছুক্ষণের জন্য ঘাঁটিটির দখল নেয় তারা। এতেই সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়।

তিনি আরও বলেন, এরপর দ্বিতীয় হামলাটি হয়েছিল রাজধানী মোগাদিসু থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কোরিওলি সেনা ঘাঁটিতে।

দেশটির সামরিক কমান্ডার মোহাম্মদ আদান বলেছেন, সন্ত্রাসীরা আল-সালিনি ও কোরিওলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। যদিও আমাদের সাহসী সেনারা সফলতার সঙ্গে তাদের প্রতিহত করেছেন। এখন উভয় এলাকাতেই আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।

 ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আল-শাবাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত