করোনায় ২ ইরানি নাগরিকের মৃত্যু

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩২

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন ইরানি নাগরিক। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ইরানি স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদে জানান, নিহত দুইজনই করোনা ভাইরাসের জীবাণু বহন করছিলেন। তারা ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার বাসিন্দা। নিহতদের বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

গত মাসে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশটিতে এ পর্যন্ত নয়জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে, তবে কেউ মারা যাননি। 

এনসিওভি-১৯ নামে পরিচিত নভেল করোনাভাইরাস প্রথম ধরা পড়ে গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে। এ পর্যন্ত এই ভাইরাসে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আক্রান্ত ৭৬ হাজারেরও বেশি।

এদিন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৯ জন। এর মধ্যে ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশেই আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩১ জন। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬২ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত