অস্ট্রেলিয়ায় দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০২

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে  মাঝ আকাশে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দুই বিমানের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট প্লেন দুটিতে দুজন করে আরোহী ছিলেন। ম্যাঙ্গালোর শহরের অদূরে একটি অস্ত্রাগারের পাশে ‘সশস্ত্র বাহিনীর বিস্ফোরক জোন’ বলে পরিচিতি এলাকার আকাশে দুর্ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এমনটি ঘটেছে, তার বিস্তারিত এখনো জানা যায়নি।

স্থানীয় পুলিশ পরিদর্শক পিটার বলেন, প্লেন দুটিতে কারা ছিল সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে একটি প্রশিক্ষণ প্লেন বলে জানা গেছে, অর্থাৎ নিহতদের মধ্যে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন বলে ধরা যায়।

দুর্ঘটনার শিকার একটি বিমান ছিল মেলবোর্নের প্রতিষ্ঠান মুরাব্বিন এভিয়েশন সার্ভিসেসের এবং অপরটি ছিল বিচক্রাফট ট্রাভেল এয়ারের।

বিমান বিধ্বস্তের ঘটনার দেশটির পুলিশ তদন্ত করছে।