সিরিয়া ইস্যুতে রাশিয়া-তুরস্কর বৈঠক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২১

সাহস ডেস্ক

সিরিয়ার বিরোধপূর্ণ ইদলিব প্রদেশ নিয়ে  বৈঠকে বসেছে রাশিয়া ও তুরস্ক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের উদ্দেশ্য ছিল অঞ্চলটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।

বৈঠকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিরিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সের্গেই ভারশিনিন এবং তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনাল। এবার তারা ইদলিবের নিরাপদ অঞ্চলে ছড়িয়ে পড়া সংঘাত নিরসনের পথ খোঁজার চেষ্টা করেন।

বৈঠকে শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের পাশাপাশি উভয় দলের সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, তুরস্কের প্রতিনিধিরা অঞ্চলটিতে যুদ্ধ কমিয়ে আনার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে মানবাধিকার সহায়তা প্রদানের প্রতি জোর দেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে তুরস্ক ও রাশিয়া সরকারের মধ্যে ইদলিবের নিরাপদ অঞ্চল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে এমন আগ্রাসনগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।

এদিকে  চলতি বছরের রুশ সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নির্দেশে বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে জোরালো সেনা অভিযান শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত