চীনে করোনা সংক্রমণ কমছে

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৬

সাহস ডেস্ক

চীনে করোনাভাইরাসের প্রকোপ কমে আসছে বলে জানা গেছে। গত কয়েক দিনের তুলনায় মৃতের সংখ্যা বেশ কম। একই সঙ্গে নতুনভাবে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাও কমে এসেছে। ফলে চীনা স্বাস্থ্য কর্মকর্তাদের আশা, করোনার সংক্রমণ কমছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কর্মকর্তারা বলছেন, এখনই এতটা আত্মবিশ্বাসী হওয়ার মতো পরিস্থিতি আসেনি।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে, করোনায় আক্রান্তদের মধ্যে ৪৫ হাজারের সংক্রমণ ছিল মৃদু। তা ছাড়া সংক্রমণের সংখ্যা বেশি থাকার কারণ চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার আগে সন্দেহের ভিত্তিতে চিকিৎসকরা রিপোর্ট দিয়েছিলেন। সম্পূর্ণ রিপোর্ট আসার পর এই পরিসংখ্যান মিলেছে।

স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে ৯৮ জন মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮৬। মোট আক্রান্ত ৭২৪৩৬ জন।

এদিকে করোনার কারণে চীনে আগামী মাসে অনুষ্ঠেয় বার্ষিক কংগ্রেসও স্থগিত রাখা হতে পারে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত