প্রমোদতরীতে করোনায় আক্রান্ত বেড়ে ৪৫৪

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪১

সাহস ডেস্ক

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই। ভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৮৬৮ জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। 

এদিকে করোনা আতঙ্কে ৩ হাজার ৭১১ যাত্রীসহ এক প্রমোদতরীকে আটক করেছিল জাপান। যদিও গত ৯ ফেব্রুয়ারি কোয়ারেন্টাইন করে রাখা যাত্রীসহ জাহাজকে বন্দরে নোঙর করানো হয়।

ক্রুজ শিপে থাকাকালীন মরণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৫৪ জনে পৌঁছেছে। তাদের সকলকেই বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জাপান সরকারের বিভিন্ন দপ্তর একত্রিত হয়ে জাহাজটিতে মোট দুই হাজার আইফোন পাঠিয়েছে। এসব ফোনেই লাইনঅ্যাপ প্রি-ইনস্টল আছে। অ্যাপ ব্যবহারের মাধ্যমে মূলত জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। 

গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামা উপসাগরীয় বন্দরে পৌঁছায় জাহাজটি। তখন সেখানকার ১০ যাত্রীর শরীরে জ্বরসহ করোনা ভাইরাসের অন্যান্য লক্ষণগুলো দেখা দেয়। মূলত এর পরপরই সেখানকার অন্য যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত